Uncategorized

নবীনগরে পৃথক অভিযানে ১টি ড্রেজার মেশিন জব্দ সহ ৮টি মামলায় ১৭৫০০ টাকা অর্থদন্ড।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনভর পৃথক তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন জব্দ সহ ১৭৫০০ টাকা অর্থদন্ড করে।

২ মার্চ বৃহস্পতিবার তিতাস নদীতে লাইফ জ্যাকেটবিহীন স্পীডবোট চলায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই করে নৌযান চলাচল করায় অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী ০৮ টি মামলায় এ অর্থদন্ড করেন নবীনগর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। এছাড়াও নবীনগর পৌর এলাকার পশ্চিম মধ্যপাড়ায় অবৈধ ভাবে ড্রেজার চালানোর দায়ে ঘটনাস্থলে কাউকে না পেয়ে ঐ ড্রেজার মেশিনটি জব্দ করে।

এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা জাহান জানান,জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button