Uncategorized

নবীনগরে ফেইক আইডি’র মাধ্যমে বোনের সম্মান ক্ষুন্ন করায় থানায় ভাইয়ের জিডি

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের আহমদপুর গ্রামের আক্তারুজ্জামান প্রবাসে থাকার সুবাদে তার স্ত্রী সাবিনা ইয়াছমিন পুতুলকে ” ফ্যামিলি ভিসায়”সেখানে নিয়ে যায়। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কিছু দুষ্কৃতকারী পুতুলকে ক্ষেয় প্রতিপন্ন করতে ফেইক আইডি খুলে নানান ধরনের আপত্তিকর তথ্য প্রচার করায় তার ভাই বাদী হয়ে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করেন।

তথ্য সূত্রে জানা যায়, সাবিনা ইয়াসমিন পুতুল সৌদি আরব গিয়ে স্বামী-সন্তান নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছে। সে তার নিজ গ্রাম পৌর এলাকার আলমনগরে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে অসহায় ও দুঃস্থ মানুষজনের নিকট বেশ আলোচিত। পুতুলের এই সকল কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে সম্প্রতি কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে সাবিনা ইয়াছমিন পুতুলকে জড়িয়ে নানান ধরণের কু-রুচিপূর্ণ কর্থাবার্তা লিখে ষ্ট্যাটাস দেয়ায়, প্রবাসে স্বামীর সাথে থাকা অবস্থায় বিবৃতকর পরিস্থিতির শিকার হয়েচ্ছে।

ছোট বোনের এমন বিবৃতকর পরিস্থিতি ও সম্মানহানির প্রতিকার চেয়ে গত ২৭ সেপ্টেম্বর সোমবার নবীনগর থানার একটি সাধারণ ডায়েরী করেন বড় ভাই মোহাম্মদ মহসিন।

যেখানে উল্লেখ করা হয়, পুতুল বেগম ও ইসরাত জাহান মারজান নামের দুইটি ফেইক আইডি ব্যবহার করে সাবিনা ইয়াছমিন পুতুল ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যা, অশ্লীল, খারাপ ও কু-রুচিপূর্ণ লিখে স্ট্যাটাস দিয়ে এলাকার সাবিনাসহ তার পরিবারের লোকজনের জীবন যাত্রার মান ক্ষুন্ন করছে।

নবীনগর থানায় বাদী হয়ে সাধারণ ডায়েরি করা ভাই মহসিন বলেন,আমার বোনকে নিয়ে যারা অপপ্রচার চালিয়েছে আমি তাদের বিরুদ্ধে থানায় জিডি করেছি,পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে সাইবার ট্রাইবুনালে মামলা করব।

থানায় করা জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই মিশন বিশ্বাস জানান, দোষীদের সনাক্ত করতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

Back to top button