Uncategorized

নবীনগরে বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতিসহ মার্কেট নির্মানের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িযা নবীনগরের ইব্রাহিমপুর ইউপি’র ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি, মার্কেট নির্মাণ ও শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩/০২/২২) বিকাল ৪ ঘটিকায় ঐ বিদ্যালয়ের সামনে নবীনগর – কোম্পানিগঞ্জ সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কয়েছ আহম্মেদ বেপারীর সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন মোঃ মহসিন মিয়া, এ কে আমির হোসেন, মোঃ সুমন মিয়া, আরমান হায়দার, ইয়াছিন আহম্মেদ, আশিকুর রহমান, দুলাল মিয়া, একরাম হোসেন, আজিম সরকার, সাজু সরকার, আরাফাত মিয়া, রাজিব মিয়া, ইব্রাহিম খন্দকারসহ অন্যান্যরা।

এসময় বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি, শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদসহ অবিলম্বে মার্কেট নির্মান বন্ধ করে ফুলের বাগান নির্মানের দাবি করে। এবং বিদ্যালয় ঘেরাও করে মার্কেট নির্মান করে সৌন্দর্য নষ্ট করায় তীব্র নিন্দা জানান।

এতে স্থানীয় জন-সাধারণসহ প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button