Uncategorized

নবীনগরে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে শুরু শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন উদ্বোধনের পরপরই বিশৃঙ্খলার মধ্যে দিয়ে শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। এসময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় এক বৃদ্ধ সহ ৩ জন আহত হয়েছেন। এরা হলেন কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জুলুম উদ্দিনের ছেলে সাহেদ(৭৫),বীরগাঁও ইউনিয়নের গাছতলা গ্রামের আলমগীর মিয়ার ছেলে তোফাজ্জল (২৭), এবং একই ইউনিয়নের কিশোরপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আহাদ(২৭)।আহতদের রক্তাক্ত অবস্থায় নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তবে বেলা পৌনে একটার দিকেও সম্মেলনের কার্যক্রম চলছিল। ২৭ নভেম্বর রবিবার বেলা সোয়া ১২টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। অতিথিবৃন্দ মঞ্চে ওঠার পরপরই উপস্থিতদের একাংশের মধ্যে বসার জায়গা নিয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় তাদের শান্ত থাকার জন্য বার বার মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যে পরিস্থিতি শান্ত হয়। পরে সম্মেলন উদ্বোধনের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, এবাদুল করিম বুলবুল এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। সম্মেলনের শেষের দিকে বিশৃঙ্খলা বিহীন শান্তিপূর্ণ ভাবে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক হিসেবে জহির উদ্দিন চৌধুরী শাহানের নাম ঘোষণা করা হয়।

Back to top button