Uncategorized

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে পাসের হার ৯৮.৯৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন-

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে পাসের হার ৯৮.৯৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন-

রবিবার ১৩/০২/২২ ইং তারিখে প্রকাশিত উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ৯৮ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন শিক্ষার্থী। রবিবার দুপুর ২টায় কলেজের নোটিশ বোর্ডে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

এতে দেখা যায়, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ৫৭৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫৭১ জন পরিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। আর অকৃতকার্য হয়েছেন ৬ জন। কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ৭৪ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করে শতভাগ কৃতকার্য হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। অপরদিকে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে ৫০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৯৭ জন কৃতকার্য হয়েছেন।

কলেজ অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম বলেন- কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের দিকনির্দেশনায়, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের সদিচ্ছার কারনেই এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। কলেজের উত্তরোত্তর সাফল্য কামনায় এই ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবিষয়ে কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ কৃতকার্য সকল শিক্ষার্থীদের অভিনন্দন এবং অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শিক্ষায় সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য- ২০১৪ সালে কলেজ প্রতিষ্ঠা হবার পর থেকেই ভালো ফলাফল সহ লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে এবং ইতোমধ্যেই কলেজটি এলাকার সুধীমহলের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

Back to top button