নবীনগরে ব্যারিস্টার নজরুল ইসলাম নবীর শোডাউন ও পথসভা অনুষ্ঠিত।

কাউছার আলম,সংবাদদাতা।
আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম নবী তার কয়েক শতাদিক কর্মীসমর্থকদের সাথে নিয়ে শোডাউন ও বেশ কয়েকটি পথসভা করেছেন।
বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যারিস্টার নজরুল ইসলাম নবী নবীনগর উপজেলা সদর থেকে বাঙ্গরা বাজার পর্যন্ত তার কয়েক শতাদিক কর্মীসমর্থকদের সাথে নিয়ে বিশাল গাড়ি বহরের শোডাউন শেষে নবীনগর সদর, জিনদপুর ও বাঙ্গরা বাজারে পৃথক পৃথক পথসভায় তিনি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।
এসব পৃথক পৃথক পথসভায় ব্যারিস্টার নজরুল ইসলাম নবী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ও আওয়ামীলীগের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমি দীর্ঘদিন যাবত নবীনগরের প্রতিটি অঞ্চলে অবিরত ছুটে বেরিয়ে সরকারের উন্নয়নের চিত্রগুলো সাধারন মানুষের মাঝে তুলে ধরেছি। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা সরকারের নানামুখী উন্নয়নের ফলে বাংলাদেশের মানুষের এখন জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে সুখে শান্তিতে বসবাস করছে। তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা সরকার বারবার দরকার বলে মন্তব্য করেন তিনি।
এসময় ব্যারিস্টার নজরুল ইসলাম নবী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, দীর্ঘদিন যাবত আমরা নবীনগরে মন্ত্রী পাচ্ছি না, তাই আগামী সংসদ নির্বাচনে একজন মন্ত্রী হবার মতো যোগ্য প্রার্থীকে সংসদে পাঠানোর জন্য তিনি নবীনগরবাসীকে আহবান জানান এবং তিনি দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীদের মাঝে সুদৃঢ় ঐক্য কামনা করেন। এছাড়াও এসময় ব্যারিস্টার নজরুল ইসলাম নবী আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেতে সবার দোয়া ও সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, ব্যারিস্টার নজরুল ইসলাম নবীর বিশাল শোডাউনটি রাস্তার দুপাশের মানুষদের বেশ নজর কাড়ে। এসময় ব্যারিস্টার নজরুল ইসলাম নবী রাস্তার দুপাশের মানুষদের হাত নেড়ে অভিবাদন জানান এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।