Uncategorized
নবীনগরে ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল!
নবীনগরে ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল!
এর আগেও তিনি ৩ মাস কারাগারে ছিলেন


ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শামিম পারভেজ নামে একজন ভুয়া ডাক্তার কে আটক করা হয়। ভুয়া ডাক্তার কর্তৃক মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ একই অভিযোগে অপরাধী শামিম পারভেজ নামে ওই ভুয়া চিকিৎসককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ওই চিকিৎসক সাজা ভোগ শেষে আগের মত অপকর্ম করতে থাকায় আড়াই মাসের ব্যাবধানে ফের শ্রীঘরে যেতে হচ্ছে তাকে।