নবীনগরে ভূয়া চিকিৎসকের ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা।


নিজস্ব প্রতিবেদকঃ
নবীনগর উপজেলায় চিকিৎসা সেবায় নিজেকে সরকার অনুমোদিত ডাক্তার পরিচয় দিয়ে গ্রামীণ পর্যায়ে সেবার দিয়ে প্রতারণা করার অভিযোগে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ০৮/০২/২২ ইং বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে জৈনক ঐ ডাক্তারকে হাতেনাতে আটক করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন এর নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা।
তার নাম নাজমুল আহসান।
পরে তাকে আটক করে নবীনগর উপজেলা সদরে এনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান এর মাধ্যমে কাগজপত্র যাচাই-বাছাই করলে নাজমুল আহসান ভুয়া ডাক্তার হিসেবে প্রমানিত হয়।
এমন পরিস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিএমডিসি আইনে এই ভুয়া চিকিৎসককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অনাদায়ে দুই মাসের স্বশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে মুঠোফোনে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন গুণগত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
সেইজন্য জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।