Uncategorized

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অকেজো করলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদকঃ


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিন ও ড্রেজারে ব্যবহৃত পাইপ অকেজো করা হয়েছে। মঙ্গলবার উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে মাটিখেকো আবেদ মিয়াকে ঘটনাস্থলে না পেয়ে তার পরিচালিত ড্রেজার মেশিন ও প্রায় ৫ শ মিটার পাইপ অকেজো করা হয়। নবীনগর থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। তিনি জানান, ড্রেজার ব্যবসায়ী আবেদ মিয়া দীর্ঘদিন যাবত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে আসছিলো। অভিযান পরিচালনার সময় তাকে ঘটনাস্থলে না পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার পরিচালিত ড্রেজার মেশিন ও প্রায় ৫ শ মিটার পাইপ অকেজো করা হয়। এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Back to top button