নবীনগরে মরহুম আনিসুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত-


ন
চলো যায় যুদ্ধে,মাদকের বিরুদ্ধে,এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে আহাম্মদপুর একতা বয়েজ ক্লাবের উদ্যোগে মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সার্বিক তত্বাবধানে বৃহস্পতিবার বিকেলে আহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র গ্রামের কৃতি ফুটবলার মরহুম আনিসুর রহমান স্মৃতি রঙ্গিন টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
আহাম্মদপুর একতা বয়েজ ক্লাবের আহবায়ক জামাল আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ খোকন আহাম্মদ,সংরক্ষিত নারি আসনের ইউপি সদস্য তাছলিমা আক্তার,স্থানীয় ইউপি সদস্য মামুন সরকার চানমনী,সাবেক ইউপি সদস্য সৌকত আলি,বীর মুক্তিযোদ্ধা সুবেদার ওয়াদুদ,হাজী রুপ মিয়া মোল্লা,জয়নাল আবেদিন,মোহাম্মদ মনির হোসেন,মোহাম্মদ ইউসুফ সরকার,সামসুজ্জামান রাজু,মোহাম্মদ হোসেন সরকার,মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মদ,মোহাম্মদ সমির আহমেদ,মোক্তার হোসেন,ইয়াছিন চৌধুরী,আমজাদ হোসাইন,শরীফ আহাম্মেদ,মারজান চৌধুরী,মেহেদী হাসান সোহেল,শরিফ সরকার,মোহাম্মদ আমির হোসেন,স্বাধীন,মোজাম্মেল হোসেন রাজু,শ্যামল রাছেল সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।খেলায় সার্বিক সহযোগীতা করেন কাতার প্রবাসী মেহেদী হাসান সোহেল,সৌদী আরব প্রবাসী আক্তার হোসেন।
উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করেন আনোয়ার হোসেনের সিডর একাদশ বনাম আইদুল হোসেনের বিজলি একাদশ।উদ্ভোধনী খেলায় কোন সমাধান না আসায় ড্র হয়।খেলার রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামানা দিপু সহকারী রেফারী মঞ্জুরুল আলম সরকার সর্ব এবং মোহাম্মদ টূক্কু মিয়া।খেলায় ধারাভাষ্য প্রদান করেন মোহাম্মদ জিসান আহম্মেদ।আয়োজক কমিটি জানান স্থানীয় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে নিয়মিত এই রকম কর্মসূচী অব্যহত থাকবে,আগামী দিনে আরো ব্যাপকভাবে তা প্রতিপালন করা হবে।স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের এই কর্মকান্ডকে সাধুবাদ জানান।অনুষ্টিত টুর্নামেন্টকে সাফল্য মন্ডিত করতে সার্বিকভাবে সাহায্য করেন আহাম্মদপুর গ্রামের যুব সমাজ।