দেশ সংবাদ

নবীনগরে মাটির হাঁড়ি বিক্রি হয় কেজির দরে।

মোঃ বাবুল,নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মিষ্টান্ন ভাণ্ডারের দইয়ের মাটির হাঁড়ি বিক্রি হয় কেজির দরে ।

সরজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার পৌরশহরের সদর বাজারের গিরিধারী ও নিউ গিরিধারী মিষ্টান্ন ভাণ্ডারে কেজি প্রতি ২৮০ টাকা দরের দইয়ের মধ্যে মাটির হাঁড়ি ওজন ৫০০ গ্রাম।এতে করে প্রতিনিয়ত ভোক্তাদের নিরুপায় হয়ে ২৮০ টাকা কেজি দইয়ের সাথে সম মূল্যে মাটির হাঁড়ি ক্রয় করতে হচ্ছে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুসা এর নজরে আসলে ১৭ এপ্রিল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গিরিধারী ও নিউ গিরিধারী মিষ্টান্ন ভাণ্ডারকে পরিমাপ আইন ২০১৮ এর উপ ধারায় দেড় লক্ষ টাকা জরিমানা করে।

এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুসা জানান,অধিক মূল্য, ওজনে কম ও পরিচ্ছন্ন পরিবেশ না থাকায় সাধারণ ভোক্তাদের কথা চিন্তা করে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button