Uncategorized
নবীনগরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০/১০) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব সংকর দাস, এসিল্যান্ড মোঃ মোশারফ হোসাইন, ওসি আমিনুর রশিদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ও শিউলী রহমান, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দীন, নবীনগর থানা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জয় প্রমুখ।