নবীনগরে মেঘনা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য


ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শন করেছেন নবীনগরের স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এই সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার অর্থনীতি বিভাগ পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ড.মোঃ কাউসার আহাম্মাদ। শুক্রবার (১১ফেব্রুয়ারি) বিকেলে শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর,নাছিরাবাদ,শ্রীঘর কান্দাপাড়া নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে যান তিনি। এসময় ভাঙ্গনের কবলে পড়া বিভিন্ন গ্রামের মানুষের খোঁজ-খবর নেন।
এছাড়াও উপজেলার বাড়িকান্দি বাধঁ থেকে ধরাভাঙা এমপি টিলা পর্যন্ত দুই হাজার সাত শত মিটার প্রায় ৭১ কোটি ৯ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে চলমান মেঘনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে যান তিনি। পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল জানান, ৪৮৩ কোটি টাকা ব্যয়ে নবীনগরের নদী ভাঙ্গন রোধের যে প্রকল্পের কাজ চলমান রয়েছে তা সম্পূর্ণ হলে উপজেলা বাসী আর নদী ভাঙ্গনের কবলে পড়তে হবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত প্রকৌশলী রঞ্জন কুমার দাস,সহকারী কমিশনার ভূমি মোঃ মোশারফ হোসেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান খান মাসুম,এমপির এ পি এস মুক্তার হোসেন শিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।