নবীনগরে মোবাইল কোর্টে ৩ টি মামলায় ৩ জন কে ৪ হাজার টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে ও নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা কালে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ জনকে ১ টি মামলায় ১ হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়।এছাড়া সড়ক পরিবহন আইন ২১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ২ টি মামলায় ২ জন কে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়।দুইটি মটর সাইকেল এর কোনো কাগজ পত্র না থাকায় নবীনগর থানার নিকট হস্তান্তর করা হয়।মোট তিনটি মামলায় ৩ জনকে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়।১৮ ই জানুয়ারি মঙ্গলবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসাইন।
এছাড়া নবীনগর উপজেলার বিভিন্ন বাজার ও জনগুরুত্বপপূর্ণ স্থানে যাতে কোনো সমাগম না হয়, এজন্য সবাই কে সচেতন করা হয়।অভিযান পরিচালনা করার সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন করার জন্য উদ্বুদ্ধ করা হয়।