নবীনগরে শিক্ষার মানউন্নয়নে অভিবাবকদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা-


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে লাউর ফতেহপুর রমনাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এস এস সি পরিক্ষার্থীদের নির্বাচনী পরিক্ষার ফলাফল ঘোষনা এবং শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নে অভিবাবকদের নিয়ে বিশেষ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২নভেম্বর) সকালে উপজেলার লাউর ফতেহপুর রমনাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম রুমে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।সহকারী শিক্ষক হাবিবুর রহমান রিপনের সঞ্চালনায় আমনন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ ফারুক আহাম্মদ।বিশেষ অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারুনুর রশিদ,মাহাবুবুর রহমান,তাজুল ইসলাম, নিলোফা ইয়াছমিন,সহকারী প্রধান শিক্ষক শরিফুল হোসেন সহ শিক্ষার্থীদের অভিবাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদ্বয় উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় আগামী বছরে এস এস সি পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষকদের পাশাপাশি অভিবাবক দেরকেও দায়িত্ব নিয়ে পড়াশোনার প্রতি মনোযোগী এবং ভাল রেজাল্ট’র জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান।বিদ্যালয়ে আগত অভিবাবকগন নবীনগর দক্ষিঞ্চালের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা প্রাচীন বিদ্যাপীঠ বিদ্যালয়ে শিক্ষার মান ও নান্দনিক পরিবেশ দেখে অভিভূত হোন।পাশাপাশি অভিবাবকগন বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।