নবীনগরে শ্রমিকদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাতে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের জিনদপুর শ্রমিকদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাতে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৮ই ফেব্রুয়ারী বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জিনদপুর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ প্রাঙ্গনে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ খোরশেদ আলম। সহ সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ নবীনগর উপজেলার সহ সভাপতি মোঃ খলিলুর রহমান।
ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক মোহাম্মদ আব্দুল হাদী।
এছাড়াও প্রধান মেহমান হিসেবে ছিলেন দুবাই প্রবাসী মোহাম্মদ জালাল মিয়া।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন আশেকে রাসুল মোজাহিদে আহলে সুন্নাহ হাফেজ মাওলানা মাহতাব উদ্দিন ইব্রাহিম। প্রধান আকর্ষন হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ আল কাদরী, বিশেষ আকর্ষন হিসেবে আলোচনা করেন হাফেজ মাওলানা পীরজাদা মাহবুবুর রহমান কাউছার। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা মোঃ তাজুল ইসলাম, মাওলানা মোঃ লেয়াকত হোসেন, মাওলানা সাইদুর রহমান।
মাহফিল পরিচালনায় ছিলেন জিনদপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা বাকী বিল্লাহ। মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন সাংবাদিক আবু হাসান আপন ও সৌজন্যে দুবাই প্রবাসী আবু হানিফসহ জিনদপুর শ্রমিক নেতৃবৃন্দ ও জিনদপুর গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রবাসীরা।
মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন প্রবাসী মোঃ সাগর, মোঃ সুমন, মোঃ রুবেল, শামীম, নাজির, মোঃ শিমুল, ইয়াসিন, কামাল, শুক্কুর খান, সাইফুল, ফজলু মিয়া, কালা মিয়া, শাহজাহান ফকির, ইসহাক, আসাদ, ইকবাল, রুবেল, মোমেন, মামুন, নুরুল ইসলাম।