Uncategorized

নবীনগরে সাংসদের পক্ষ থেকে দুর্গাপূজায় আর্থিক অনুদান,সুষ্ঠু ভাবে পূজা উদযাপনে মাঠে থাকবে উপজেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদকঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২১ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার (৩০/০৯) উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর ব্যক্তিগত তহবিল হতে উপজেলার ১২৫টি পূজা মন্ডপে নগদ অর্থ অনুদান প্রদান করেছেন। সাংসদের পক্ষ থেকে ওই নগদ অর্থ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজুর মাধ্যমে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর পক্ষ থেকে ১ম, ২য়, তয় স্থান অর্জনকারী পূজা মন্ডপের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা করা হয়।

সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মোঃ মোশারফ হোসাইন, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহমেদ নসু, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুজিত কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, নবীনগর মহিলা কলেজের অধ্য কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর থানা অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, পল্লী বিদ্যুৎ নবীনগর জোনাল অফিসের এজিএম পলক সাহা সহ পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ।

এবারের পূজায় কোন প্রকার সাউন্ড বক্স, মোটর সাইকেল মহড়া, কোন ধরণের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। যদি কোন ব্যক্তি এই নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে প্রস্তুতিমূলক সভায় উপজেলার কোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত না থাকায় আক্ষেপও প্রকাশ করেছেন অনেকে।

উক্ত সভা সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক সঞ্জয় সাহা।

Back to top button