নবীনগরে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা মিলনায়তনে জেলা ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ৩১ জানুয়ারির ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
এসময় নির্বাচনে পেশী শক্তি আর অবৈধ পথ অবলম্বন করা মাথা থেকে সরিয়ে সাধারণ ভোটারের দ্বারেদ্বারে ভোট প্রার্থনার আহব্বান করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।
১৫ ই জানুয়ারি শনিবার বিকালে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত জেলা প্রশাসক শাহগীর আলম,এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া, রাফি উদ্দিন যোবায়ের কোম্পানি কমান্ডার র্্যাব ১৪ ভৈরব কিশোরগঞ্জ, মোঃ জিল্লুর রহমান জেলা নির্বাচন অফিসার,মোঃ সিরাজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল, মোঃ মোশারফ হোসাইন সহকারী কমিশনার (ভূমি) নবীনগর,মোঃ আমিনুর রশিদ অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, মোঃ শফিকুল ইসলাম খান নিরাপত্তা পরিদর্শক ডিজিএফআই ব্রাহ্মণবাড়িয়া, নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক ৬০ ব্যাটেলিয়ান বিজিবি ব্রাহ্মণবাড়িয়া,মোঃ মিজানুর রহমান সহকারী পরিচালক আনসার ব্যাটিলেয়ান ৫ ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা নির্বাচন অফিসার আজগর আলী, সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।