নবীনগরে স্বামীর হাত পা বেঁধে স্ত্রী কে ধর্ষনের চেষ্টায় শুক্কুর গংদের বিরুদ্ধে আদালতে মামলা।

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বিদ্যাকুট ইউনিয়নের মনিপুরে রাতের আধাঁরে স্বামীর হাত পা বেঁধে স্ত্রী কে ধর্ষনের চেষ্টায় ভিকটিম বাদী ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেন।
তথ্য সূত্রে জানা যায়, গতকাল শনিবার (০৯/১০) রাত ১১ টায় ভিকটিম তার স্বামী সহ শয়নকক্ষ শায়িত অবস্থায় মৃত মালেক মিয়ার ছেলে শুক্কুর মিয়া(২৮),আলেক মিয়ার ছেলে ইয়াসিন (২৬),মৃত মন্তাজ মিয়ার ছেলে বাছির(৪০),মৃত রেজেক মিয়ার ছেলে হাছান মিয়া(৩৮),ফুল মিয়ার ছেলে সোহেল মিয়া(২৬) সুকৌশলে ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করেন। এতে ভিকটিমের স্বামী বাঁধা দিতে গেলে তারা তার হাত পা বেঁধে শরীরের বিভিন্ন অংশে বিষাক্ত স্প্রে মেরে এলোপাতাড়ি ভাবে মারধর করে ভিকটিম সহ তার মাথার চুল কেটে দেয়।এতে ভিকটিম ও তার স্বামী অসুস্থ হয়ে পড়লে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা করান।
এবিষয়ে ভিকটিম সোমবার (১১/১০) নিজে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর আদালতে মামলা দায়ের করেন, যাহার পি নাম্বার ৬৮৯/২১।
মামলার বিষয়ে বাদী বলেন,আমি এতিম মানুষ তারা আমাকে জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করেছে,এমনকি মারধর করে আমাদের মাথার চুল কেটে আমার গলার থাকা ৩০ হাজার টাকার স্বর্নের চেইন নিয়ে গেছে। আমরা এখন তাদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি।তাই থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার পরামর্শ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ আদালতে মামলা দায়ের করেছি।
ভিকটিমের স্বামী বলেন,আমার হাত পা বেঁধে চোখের সামনে আমার স্ত্রী কে ধর্ষনে চেষ্টা করেছে,এখন আমি এর শক্ত বিচারে জন্য আইনের স্বরনাপন্ন হয়েছি।
ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলার বিষয়টি নিশ্চিত করতে বাদী পক্ষে এডভোকেট দেলোয়ার হোসেন দুলাল কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রুপালী আক্তার বাদী হয়ে আমাকে তার পক্ষের আইনজীবী নিয়োগ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ ধর্ষনের চেষ্টার একটি মামলা দায়ের করেছে, বিজ্ঞ আদালত বিষয়টি শুনে আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের আদেশ প্রদান করেন।