Uncategorized

নবীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত একজন

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের চাইরপাইরা নামক স্থানে সিএনজি ও ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক উজ্জ্বল মিয়া (৩২) নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। নিহতের বাড়ি পৌর এলাকার সুহাতা গ্রামে। সে মৃত আলী আহাম্মদের ছেলে।

জানা যায়, সদর বাজারের হাবিব বেকারীতে কর্মরত ৩ সন্তানের জনক উজ্জ্বল মিয়া প্রতিদিনের মতো বেকারীর মালামাল নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাঙ্গরা বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। বাঙ্গরা বাজারের কাজ শেষে নবীনগরে ফেরার পথিমধ্যে চাইরপাইরা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিকে আসা একটি সিএনজি অটো রিকসা উজ্জ্বল মিয়ার ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় উজ্জ্বল মিয়াকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষনা করেন। পরে নবীনগর থানা পুলিশ উজ্জ্বলের মৃতদেহ থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায়, উজ্জ্বলের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Back to top button