Uncategorized

নবীনগরে হকার্সলীগের নামে নদীর পাড় দখল করে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ও মালামাল জব্দ।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার লঞ্চঘাট এলাকায় শহররক্ষা বাঁধের নিচের জায়গা দখল করে দোকানপাট নির্মাণের করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী একটি মহলের নির্দেশে হকার্সলীগের নামে নদীর পাড়ের জায়গা দখল করে এই স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

সোমবার দুপুরে সরজমিনে পরিদর্শন আসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মোঃ মোশারফ হোসাইন। তিনি দ্রুত এই স্থাপনা ভাঙ্গার নির্দেশ দেন এবং মালামাল জব্দ করেন। তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন,

এ ব্যাপারে নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানি না।

নবীনগর পৌর এলাকায় বিনোদনের কোন পার্ক না থাকায় মানুষ একটু স্বস্থির নিঃশ্বাস নিতে নদীর পাড় আসেন। এলাকাবাসীর দাবী নদীর পাড়ের জায়গাটি ময়লা আর্বজনা পরিস্কার করে, এখানে মানুষের বসার ব্যবস্থা করার জন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

Back to top button