নবীনগরে ১২শত পিস ইয়াবা সহ মাদক সম্রাট,সম্রাজ্ঞী ও সহযোগী গ্রেফতার।


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পৌর এলাকার মাদক সম্রাট লিটন দেবের বাড়ি হইতে ১২০০ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেন নবীনগর থানা পুলিশ।
গত ১৪/০৭/২০২২ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম, নবীনগর সার্কেলের দিক-নির্দেশনায় এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে নবীনগর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে এসআই/মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নবীনগর মধ্যপাড়া সাকিনস্থ মাদক সম্রাট লিটন দেবের বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট লিটন দেব(৪৬), পিতা-মৃত দুলাল দেব , মাইনুল ইসলাম(৩০), পিতা-মৃত আঃ সামাদ ও মাদক সম্রাজ্ঞী মনি রানী দেব(৪০), স্বামী-লিটন দেব কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হইতে মোট ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, জন-১২০ গ্রাম, মূল্য-৩,৬০,০০০/-টাকা এবং মাদক বিক্রয় লব্ধ নগদ ২১০০/-টাকা উদ্ধার করেন। এই সংক্রান্তে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী লিটন দেব ও তার স্ত্রী মনি রানী দেব জিআর নং-১০৮/২০ (নবীনগর) মূলে ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত আসামী। তাছাড়াও লিটন দেবের বিরুদ্ধে নবীনগর থানার ১৪টি মাদক মামলা ও মনি রানী দেবের বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা এবং ময়নুল ইসলামের বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। বিশেষ অভিযান অব্যাহত থাকবে।