Uncategorized

নবীনগরে ৫৯৬ পিচ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার পূর্বপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেবের দোকানে ইয়াবা ডেলিভারি দেওয়ার সময় স্থানীয় জনতা দুজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।তারা হলো বিদ্যাকুট ইউনিয়নের সেলিম নগর এর মৃত রবিউল্লাহর ছেলে জীবন মিয়া (৪২)অপরজন হল শিবপুর ইউনিয়নের ইসলামপুরের শহীদ মিয়ার ছেলে সোহাগ মিয়া(৩০)। মঙ্গলবার (২৪/৮) দুপুরে জনতা দু’জনকে ইয়াবাসহ হাতেনাতে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে গ্রেফতার করেন। তাদের কাছে ৫৯৬ পিচ ইয়াবা পাওয়া যায়। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেব সহ দুইজন পালিয়ে যায়।

ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের বিশেষ অভিযানের সময় মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Back to top button