Uncategorized

নবীনগরে ৭ ইউনিয়নে ৪ জন নৌকা একজন বিদ্রোহী ২ জন সতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচিত।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন নৌকার প্রার্থী, ১ জন বিদ্রোহী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার(৩১জানুয়ারি) ৬ষ্ট ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সকাল থেকে সব কয়টি কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, নির্বাচন কে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রশাসনের ভূমিকা ছিল প্রশংসনীয়। এতে উপজেলার ৭ ইউনিয়ন থেকে বেসরকারীভাবে ভোটের মাধ্যমে বিজয়ীরা হলেন, বিটঘর ইউনিয়ন মেহেদী জাফর দস্তগীর (নৌকা), কাইতলা দক্ষিন ইউনিয়ন শওকত আলি (নৌকা), শিবপুর ইউনিয়ন এম.আর.মজিব(আনারস) বিএনপি স্বতন্ত্র, বিদ্যাকোট ইউনিয়ন জাকারুল হক(নৌকা),নাটঘর ইয়নিয়ন আক্তারুজ্জামান (বিদ্রোহী),বড়াইল ইউনিয়ন জাকির হোসেন (নৌকা),কৃষ্টনগর ইউনিয়ন মুফতী আমজাদ হোসেন আশরাফী(চশমা) বিজয়ী হয়েছেন।

Back to top button