নবীনগর উপজেলা যুবলীগের উদ্যোগে ছিন্নমূল, অসহায় পরিবারে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ।


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রায় দুই শতাদিক ছিন্নমূল, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি সামছ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরি সাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জিএস খাইরুল আমিন। এছাড়াও উপজেলা যুবলীগের আরো বহু নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা যুবলীগের সভাপতি সামছ আলম বলেন, পবিত্র মাহে রমজান মাসে কেন্দ্রীয় যুবলীগের মানবিক কর্মসূচির অংশ হিসেবে আমরা সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল, অসহায় পরিবারের জন্য আমরা খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের আয়োজন করেছি। তিনি আরো বলেন, অতীতের মতো ভবিষ্যতেও কেন্দ্রীয় যুবলীগের সকল কর্মসূচি নবীনগর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা সবসময় পালন করবে। এসময় তিনি সমাজের বিত্তবানদেরও ছিন্নমূল, অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর আহবান জানান।