নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে মরা গাছের ডাল ভেঙ্গে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের গড়ের পাড় মহাশ্বশানের পাশে আজ ৬ ডিসেম্বর সকালে রাস্তার পাশের মরা গাছের ডাল ভেঙ্গে ঘটনাস্থলেই এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই পথচারী।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের রাস্তার পাসে হেঁটে যাবার সময় হটাৎ বিকট শব্দে উচু মগডাল ভেঙ্গে পড়ে। গাছের ডাল ভেঙ্গে মাথা পড়লে ঘটনাস্থলে রহিমা বেগম নামে ৬৫ বছরের এই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতের স্বামীর নাম আব্দুল কাদির। তিনি পৌর এলাকার ভোলাচং গড়েরপাড়ের বাসিন্দা।পথচারীরা ক্ষিপ্ত হয়ে আরো জানান, বড় কোনো অঘটন না ঘটলে আমাদের দেশে কোনো সংস্থার কর্তৃপক্ষেরই টনক নড়ে না!দীর্ঘদিন ধরে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পাশের অসংখ্য গাছ মরে শুকিয়ে থাকলেও কাটাতে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
সরকারের সম্পত্বি হওয়ায় এলাকাবাসী ও এগুলো কাটতে সাহস করেনি।
কর্তৃপক্ষীয় উদাসীনতার ফলশ্রুতিতে আজকের এই দূর্ঘটনা।
স্থানীয়রা ও পথচারীরা তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দূর্যোময় প্রাকৃতিক পরিবেশ উপেক্ষা করে পৌর মেয়র শিব শংকর দাস ও উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে নিহতের ছেলে সুমন মিয়ার হাতে নিহতের দাফনকাজের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এই ঘটনায় শরিফ মিয়া ও সকিনা বেগম নামে আরো ২ জন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশও ঘটনাস্থলে ছুটে যান। নিহতের পরিবারের সদস্যরা জানান, রহিমা বেগম সাংসারিক প্রয়োজনে বাজারে আসার পথে বাড়ির পাশেই মেইন সড়কে এসে এই দুর্ঘটনার কবলে পরেন।