নবীনগর গোপালপুরের ক্যান্সারে আক্রান্ত জাকিরের পাশে দাঁড়ানোর আহব্বান পরিবারের


ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের গোপালপুর দক্ষিণ পাড়া(আলগা বাড়ি) মোঃ মজনু মিয়ার বড় ছেলে জাকির হোসেন (৩৫) মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার খরচের জন্য অর্থ যোগান দিতে পরিবারের লোকজন হিমশিম খাওয়ায় সকল বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর আহব্বান করেন পরিবার পক্ষ থেকে।
সরজমিনে গিয়ে যায়,জাকির হোসেন বিগত ১২ বছর পূর্বে বিবাহ করেন,বর্তমানে তার ৪ টি সন্তান রয়েছে।জীবিকা নির্বাহের তেমন কোন উপার্জনের উৎস নেই বলেই চলে।গত ৫ মাস পূর্বে হঠাৎ মেরুদণ্ডর ব্যথায় অস্থির হয়ে উঠলে তৎক্ষনাৎ চিকিৎসার জন্য ঢাকা পেজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে থেকে ডাক্তার রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য পপুলার হাসপাতালে পাঠালে পরীক্ষা নিরিক্ষা শেষে নিশ্চিত হয় সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।এ পর্যন্ত চিকিৎসা বাবদ ধারদেনা করে প্রায়ই ৬ লাখ টাকা খরচ করা হয়েছে। রবিবার (২৩/৫) তার স্বাস্থ্যের অবস্থা অবনতি হলে তাকে পূনরায় ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অসুস্থ জাকির হোসেনের মা ঝামেলা বেগম বলেন,আমার ছেলে জাকির ক্যান্সারে আক্রান্ত হয়ে তার সহায়-সম্বল বিক্রি করে এই পর্যন্ত ৬/৭ লাখ টাকা খরচ করেছে এখন আর বিক্রি করার মত কোন কিছুই নাই। যদি একটা ঘরও থাকত তা বিক্রি করে চিকিৎসা করাতাম।আমি আপনাদের মাধ্যমে সকল বিত্তবানদের নিকট দুইটি হাত পেতে সাহায্য চায় আমার ছেলের চিকিৎসার খরচ যোগান দিতে তার পাশে দাঁড়ানোর জন্য।
স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা খরচ সম্পর্কে জানতে মুঠোফোনে জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ভর্তি আছি,সবাই যদি সহায়তার হাত বাড়িয়ে দেন তবে হয়তো আমার চিকিৎসা করানো হবে।আমি বাঁচতে চায়, আমার কিছু হলে আমরা ছেলেমেয়ের কি হবে।