Uncategorized

নবীনগর থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ইফতার মাহফিল উপলক্ষ্যে নবীনগর থানা প্রেসক্লাবের উদ্যোগে নবীনগর সদরের প্রায় শতাদিক অসহায় ও গাড়ির চালকদের মাঝে ইফতার বিতরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

ইফতার মাহফিলে নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জয়ের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল সিদ্দিক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা নির্বাচন অফিসার আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক নাছির উদ্দিন, নবীনগর থানার এস আই মনির হোসেন, প্রধান শিক্ষক আল আমিন খান সহ বিভিন্ন শ্রেণীপেশার শতাদিক মুসল্লীরা।

এসময় নবীনগর থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজ, সহ সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ ও বিপ্লপ নিয়োগী তন্ময়, যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান জাহিদ ও কাউছার আলম, প্রচার ও যোগাযোগ সম্পাদক জাবেদ আহমেদ জীবন, সহ প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ আনিছুর রহমান, আপ্যায়ন বিনোদন সম্পাদক মনির হোসেন শাহিন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সুহেল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন, কার্যকরি সদস্য সোহাগ মনি, সাধারণ সদস্য মোঃ অলিউল্লা ও আবু হাসান আপন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন নবীনগর থানা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ।

Back to top button