Uncategorized

নবীনগর পৌরসভায় জনগণের ডাবল ইউনিটের টয়লেট নিয়ে গেলেন জনপ্রতিনিধি!

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের নবীনগর পৌরসভায় সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন”পাবলিক হেল্থ ও ওয়াটার সাপ্লাই ” প্রকল্পের দেয়া জনগণের কমিউনিটি টয়লেট নিয়ে গেলেন ০৭নং ওয়ার্ড কাউন্সিলর তার বিত্তশালী নিকট আত্মীয়ের জন্য।

তথ্য সূত্রে জানা যায়,বর্তমান সরকার সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সারা বাংলাদেশে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পৌর এলাকায় পৌর মেয়রের মাধ্যমে হতদরিদ্র ১০ টি পরিবারের জন্য একটি করে কমিউনিটি টয়লেট নির্মাণ করে দিয়েছে। সেগুলো পৌর মেয়র তার ওয়ার্ড কাউন্সিলর এর মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে সুষম বন্টন করেন। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভায় ০৭ নং ওয়ার্ডের হতদরিদ্র ১০ টি পরিবারের জন্য ১ টি টয়লেট বরাদ্দ দেয়া হলে ঐ টয়লেট টি ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামল তার আপন ফুফা ও দাদার আপন ভাই বিত্তশালী জলিল সরদারের বাড়ির ২ শতাংশ জায়গার উপর ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমোদন এনে তা নির্মাণ করে দেয়।

এবিষয়ে জলিল সরদারের বাড়ির একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়,তাদের নিকট আত্মীয় ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামল এটি পৌরসভা থেকে আশেপাশের লোকজনের ব্যবহারের জন্য বরাদ্দ এনেছে তাই তাই তারা দুই শতাংশ জায়গায় দিয়েছে,কিন্তু আশেপাশে খুঁজ খবর নিয়ে দেখা যায় অত্র এলাকায় বেশিরভাগ পরিবারই ইমারতে বসবাস করে এবং তাদের প্রত্যকেরই স্বাস্থ্য সম্মত টয়লেট রয়েছে।এবং যে কয়টি হতদরিদ্র পরিবার রয়েছে এই টয়লেটের ঠিক ১০০ মিটার দূরে এনামুল মিয়ার বাড়িতে বস্তি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এডিবি ও জিওবি এর অর্থায়নে ১ লক্ষ ৮৭ হজার ৩ শত ৬ টাকার ৩ টি পরিবারের জন্য ১ টি সিংগেল ইউনিট টয়লেট নির্মাণ করে দেয়া হয়েছে।

সিংগেল ইউনিট টয়লেট পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান,আমাদের ৩ টি পরিবারের জন্য সরকার থেকে একটি টয়লেট নির্মাণ করে দেয়া হয়েছে, আমরা এটি ব্যবহার করি।পাশে যে টয়লেট নির্মাণ হয়েছে ঐটি জলিল সরদারের জায়গায় রয়েছে।

১০০ মিটারের মধ্যে হতদরিদ্রের জন্য একটি সিংগেল ইউনিট টয়লেট থাকা সত্বেও কেন বিত্তশালী নিকট আত্মীয় কে আরেকটি ডাবল ইউনিটের টয়লেট বরাদ্দ দেয়া হয়েছে জানতে নবীনগর পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামলের মুঠোফোনে বারবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে নবীনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ খুরশেদ আলম জানান,সরকার হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে ১০টি গরীব পরিবারের জন্য ১ টি করে কমিউনিটি টয়লেট বরাদ্দ দিয়েছেন,আমি সেগুলো পৌরসভার মেয়র কে চিঠির মাধ্যমে অবগত করলে তিনি স্থান নির্ধারণ করে তা তার ওয়ার্ড কাউন্সিলের মাঝে বন্টন করে দিয়েছে।এবিষয়ে আপনারা মেয়রের সাথে যোগাযোগ করেন।আমি শুধু এতটুকু বলতে পারব কোন বিত্তশালী এই টয়লেট পেতে পারে না।

এবিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,তার জানা মতে কোন জনপ্রতিনিধি বা বিত্তশালী কাউকে কমিউনিটি টয়লেট দেয়া হয়নি।

Back to top button