নবীনগর পৌরসভায় বিকল্প সড়ক না করেই ভেঙ্গে ফেলা হলো সেতু


মো.শাহনূর খান আলমগীর,বিশেষ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড (আলমনগর)উওর পাড়ার সেতুটি বিকল্প সড়ক না করেই ভেঙ্গে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান ট্রেডার্স।সেতুটি দিয়ে প্রতিদিন পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগর এবং নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ছয়-সাতটি গ্রামের জনসাধারণ ও যানবাহন যাতায়ত করে।উপজেলা অফিস,হাসপাতাল
নবীনগর বাজার এবং থানা সদরে যাতায়তেরও সড়কও এটি।
সেতুটির ব্যায়ভাড় ধরা হয়েছে ৪ কোটি ৮ লক্ষ টাকা। সেতুটি নির্মানের কাজ পায় ব্রাহ্মনবাড়ীয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান ট্রের্ডাস।
এমন গুরুত্বপূর্ণ একটি রাস্তার বিকল্প সড়ক না করে সেতু ভেঙ্গে ফেলায় জনসাধারণের চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
স্হানীয়রা জানান আমরা ব্যক্তিগত উদ্যোগে সেতুটিতে বাশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছি।শিশু,মহিলা, বৃদ্ধ, হাজারোও জনসাধারণ তাদের জামা কাপড় ভিজিয়ে চরম ভোগন্তি নিয়ে পারপার হচ্ছে সেতুটি।
ঠিকাদার লোকমান হোসেন জানান, সেতু নির্মানের জন্য সেতুটির এক মাথায় আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার বিপরিত দিকে রয়েছে ব্যাক্তিমালিকানাধিন জায়গা। ব্যক্তি মালিকানাধিন জায়গায় ঘরও নির্মিত রয়েছে। সে জায়গার ঘর সরিয়ে না নিলে বা তারা বাধা দিলে আমরা সেতুর কাজ শুরু করব কিভাবে। স্থানীয় মেয়র মহোদয় এই বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন। আর মানুষ চলাচলে জন্য বিকল্প সড়ক হিসেবে কাঠের একটি মাচা তৈরি করে দেবো কয়েকদিনে মধ্যেই।
নবীনগর উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইসতিয়াক হাসান জানান,আমি যখন যোগদান করেছি তখন এই সেতুটি ভাঙ্গা অবস্থায় পেয়েছি। বিকল্প সড়ক তৈরি না করে সেতু ভাঙ্গার নিয়ম নেই,সেজন্য আমরা ঠিকাদারকে চিঠি দিয়েছি। দ্রুতই সেতুটির কাজ শুরু করার কথা, তবে স্থানী কিছু সমস্যা থাকায় কাজটি শুরু করা হয়নি। মেয়র সাহেব সমস্যাটির সমাধান করবেন বলে আমাদের জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস বলেন,আশাকরি অল্পকিছুদিনের মধ্যেই কাজ শুরু করবেন ঠিকাদার। আর বিকল্প সড়কের কাজ দুদিনের মধ্যেই শুরু করা হবে।