Uncategorized

নবীনগর রছুল্লাবাদের ব্যবসায়িদের আতংক হানিফ গংদের নিকট থেকে পরিত্রাণ পেতে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রছুল্লাবাদ ইউনিয়নের রছুল্লাবাদ পশ্চিম পাড়া ঈদগাহ মোড়ের দোকানদারদের জন্য আতংক হানিফ গংদের নিকট থেকে পরিত্রাণ পেতে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭/১১৪/১১৭(গ) ধারায় মামলা দায়ের করেন কাপড়ের দোকানদার স্বপন মিয়া।

তথ্য সূত্রে জানা যায়,সোমবার ( ২৭/০৯/) ঈদগাহ মোড়ের মায়েরদোয়া বস্ত্র বিতানের মালিক স্বপন মিয়া প্রতিদিনের মত দোকান খুলে বসা অবস্থায় অন্য একজনের কাপড় বেঁচা-কেনার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৃত মদন মিয়ার ছেলে সজিব মিয়া(২৫),মৃত মুন্সি মতুর্জ আলীর ছেলে হানিফ মিয়া(৫৮),মজিদ মিয়ার ছেলে শান্ত(২৮) আরো ৫/৬ জনকে নিয়ে তাহার দোকানে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং নানা ধরনের ভয়ভীতি দেখায়। এঘটনায় মঙ্গলবার (২৮/০৯) তারিখে স্বপন মিয়া বাদী হয়ে নিরাপত্তার জন্য আদালতে মামলা দায়ের করেন।

আদালতে ন্যায় বিচারের জন্য যাওয়া মামলার বাদী স্বপন মিয়া বলেন,আমি নিরহ মানুষ দীর্ঘদিন ধরে ঈদগাহ মোড়ে কাপড়ের দোকান দিয়ে জীবিজা নির্বাহ করে আসতেছি,আমার পাশে আমার ছেলে মামুন মুদির দোকান দিয়েছে।প্রতিহিংসা বসত হানিফ গংরা কারণে অকারণে আমি সহ আমার ছেলেদের গালাগালি করেন।এমনকি তার বাড়ির সামনে দিয়ে যেতে গেলেও দেখে দেখে গালাগালি করে। আমার দোকান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাবে, দোকান পুড়িয়ে দেয়ার হুমকি ধামকি দেয়।আমি যেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে তাই আদালতে মামলা দায়ের করেছি।

ঘটনার সময় উপস্থিত থাকা পাশের দোকানদার মামুন সহ একাধিক দোকানদার বলেন, হানিফ গংরা খুবই খারাপ প্রকৃতির লোক তারা স্বপন মিয়ার দোকানে ঢুকে গালাগালি সহ মারধর করার জন্য কয়েক দফা গিয়েছে, আমাদের উপস্থিতিতে স্বপন মিয়া শেষ রক্ষা পেয়েছে। নিরাপত্তার সাথে যেন আমরা ব্যবসা করতে পারি সরকারের নিকট দাবি জানায়।

এবিষয়ে দোকানের জায়গার মালিক এনাম মিয়া বলেন,আমি ঘরে ঘুমিয়ে ছিলাম গালাগালির শব্দ শুনে স্বপন মিয়ার দোকানে গিয়ে দেখি হানিফ,সজিব,শান্ত সহ আরো কিছু লোকজন উত্তেজিত অবস্থায় দোকানদার স্বপন কে গালাগালি সহ মারধর করার চেষ্টা করতেছে। হানিফ গংরা শুধু দোকানদারদের নয় আমার ডোবার মাছ ধরে খেয়ে ফেলে ভয়ে মুখ খুলতে পারি না।

বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে কি না জানতে রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবরকে জিজ্ঞাসা করলে তিনি অবগত নয় বলে জানান।

Back to top button