নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন।

এ,কে,এম,খোরশেদ আলম
নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
আজ ৯ ডিসেম্বর(বৃহস্পতিবার) নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা মহিলা বিষয় অধিদপ্তরের আযোজনে সকাল ১১ ঘটিকায় উপজেলা নিবাহী কমকর্তার কার্যালয় চত্তরে উক্ত আলোচনা সভা, জয়িতাদের সম্বর্ধনা, র্যালী
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা”
“নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙ্গের বিশ্ব গড়ি”
পতিপাদ্য নিয়ে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ জন জয়িতাদের সম্বর্ধনা ক্রেজ প্রদান করা হয়।
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া।
১৯৩২ সালের একই তারিখে কলকাতার সোদপুরে তার মৃত্যু হয়।
বেগম রোকেয়া লেখনির মাধ্যমে বাল্যবিবাহ,যৌতুক,পণপ্রথা,ধর্মের অপব্যখ্যা,কুসংস্কারসহ নারীর প্রতি অন্যায় আচরণ ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁরিয়ে ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা নিবাহী কমকর্তা সুখময় সরকার, উপজেলা মহিলা বিষয় কমকর্তা শাহানুর খাতুন,উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সভাপতি আওয়ামীলীগ শুকুর, ভাইস চেয়ারম্যান আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন পৌর পরিবারসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ।