নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন যুবলীগের সভাপতি প্রার্থী এমদাদ হোসেন মাহমুদ।


কাউছার আলম, নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক ছাত্রনেতা, জননন্দিত যুবনেতা, দক্ষ সংগঠক স্বনামধন্য সামাজিক সংগঠন-নবীনগর উপজেলা ইয়ুথ অর্গানাইজেশন, ঢাকা এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং নবীনগর উপজেলা যুবলীগের জনপ্রিয় সভাপতি পদপ্রার্থী মোঃ এমদাদ হোসেন মাহমুদ। সোমবার সকালে তিনি তার নিজ বাসস্থান বাশারুক গ্রাম তথা লাউর ফতেহপুর ইউনিয়ন সহ আশেপাশের একাধিক ইউনিয়নসহ দক্ষিণ নবীনগর থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে স্থানীয় প্রায় অর্ধ শতাদিক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক আলামিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মোহাম্মদ খাইরুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি সামছ আলম, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন সহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষ করে তিনি পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাস ও জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিনের সাথে পৃথকভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় মোঃ এমদাদ হোসেন মাহমুদ নবীনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধ ও মানবিক সমাজ তথা মানবিক নবীনগর উপজেলা গঠনের লক্ষ্যে দল মত নির্বিশেষে সবাইকে এক সাথে কাজ করার মানসিকতা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। আমি আগামী দিনে নবীনগর উপজেলা যুবলীগকে সুসংগঠিত করে, যুবলীগের প্রতিষ্ঠাকালীন ইতিহাস ঐতিহ্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের ধারক বাহক হয়ে মানবিক ও মডেল নবীনগর উপজেলা যুবলীগ গঠনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক ও দায়িত্বশীল ভূমিকা পালনে তৃণমূল যুবলীগকে সুসঙ্ঘবদ্ধ ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয়ে, যুবলীগের সভাপতি প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি বলেন রাজনীতি হোক আদর্শের, রাজনীতি হোক সৌহার্দ্য, সম্প্রীতি, সেবামূলক ও কল্যাণময়।