পূণ্যভুমির সরকারি মোটেলের ঝোপঝাড়ে চলছে সৌন্দর্য উপভোগের নামে অনৈতিক কর্মকান্ড।


নিজস্ব প্রতিবেদকঃ
৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের বিমানবন্দর থানাধীন বড়শলা সরকারি পর্যটন মোটেল এলাকায় চলছে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের সৌন্দর্য উপভোগের নামে ঝোপঝাড়ে দৈহিক চাহিদা মেটানোর কাজ।
সরজমিনে গিয়ে জানা যায়, বাংলাদেশে প্রথম মুসলমান বুরহান উদ্দিন( রঃ) এবং বাংলাদেশে প্রথম ইসলামের জন্য প্রাণ দেয়া শিশু সৈয়দ গুলজার আহমেদ( রঃ) সহ হরযত শাহজালাল (রঃ) ও ৩৬০ আউলিয়ার পূন্যভূমিখ্যাত সিলেটের বড়শলা সরকারি পর্যটন মোটেল এর প্রবেশ দ্বার দিয়ে ৫০ টাকার টিকেট কেটে প্রবেশ করে সরকারি পর্যটন মোটেলের সামনের ঝোপঝাড়ে প্রতিদিন শত শত অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা ঝোপঝাড়ে বসে নিজেদের মত করে দৈহিক চাহিদা মিটাচ্ছেন।
এবিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পর্যটক জানান, আমরা অবসরে পরিবার পরিজন নিয়ে এই মোটেল এলাকায় ঘুরতে এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, এমন একটি স্থানে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের অনৈতিক কর্মকান্ড দুঃখজনক।এখানে সিকিউরিটি থাকা সত্বেও দিনের আলোতে কি করে এমন কাজ করতে সাহস পাচ্ছে আগতরা এটাও আমাদের ভাবিয়ে তোলে। সরকার দ্রুত পদক্ষেপ নিলে এই নোংরামিগুলো বন্ধ করা সম্ভব, এতে করে পরিবার পরিজন নিয়ে অনেক পর্যটক এখানে বেড়াতে আসবে।
এবিষয়ে পর্যটন মোটেলে কর্মরত একাধিক লোকজনের সাথে কথা বলে জানা যায়,এখানে এমন অনৈতিক কাজ করার মত কোন সুযোগ নেই,তাদের সিকিউরিটি রয়েছে।
সরকারি পর্যটন মোটেল এলাকায় এমন অনৈতিক কর্মকান্ড চলছে বিষয়টি সম্পর্কে সিলেট পর্যটন মোটেলের দায়িত্বরত কর্মকর্তা মোতাহার ইসলাম ছুটিতে থাকায় তাকে মুঠোফোনে ফোন করে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,বিষয়টি তিনি অবগত নন,তার সিকিউরিটি ও মনিটরিং এর লোকজন রয়েছে। তিনি বারবার ইকো পার্কের দায়িত্বেরত স্থানীয় বাসিন্দা ইসমাঈলের সাথে যোগাযোগ করার কথা বলেন,এবং ছুটি থেকে এসে সরজমিনে পর্যবেক্ষন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আস্বস্ত করেন।