প্রায় ৬১ লক্ষ মানুষের প্রতি ‘ঢাকায় না ফেরার অনুরোধ’ তাপসের


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা ছেড়েছে প্রায় লাখ লাখ মানুষ। ঈদে বাড়িতে যাওয়া মানুষদের লকডাউনের পর বাড়িতে আসার অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। শুক্রবার (১৪ মে) এ কথা বলেন তিনি।
শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় শেষে তিনি এ আহ্বান জানান। মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, এক মাসের সিয়াম সাধনার পর আমরা আজ ঈদ উদযাপন করছি। আমি ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। করোনার মধ্যে আমরা ঈদ উদযাপন করছি। আমার কামনা আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মেয়র বলেন, ঢাকা থেকে যারা প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বিভিন্ন জেলায় গেছেন তাদের সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার অনুরোধ করছি।
এর আগে বুধবার (১২ মে) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ৪ থেকে ১১ এপ্রিলের একটি হিসাব তুলে ধরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, করোনার সামনের দিনের সম্ভাব্য ভয়ংকরতার কিছু তথ্য তুলে ধরছি। গত ৪ থেকে ১১ মে ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে ৬০ লাখ ৭২ হাজার ১৭৮ জন। এর মাঝে গ্রামীণের সিম ব্যবহারকারী ৪৯ লাখ ২৪ হাজার ৯৯২। রবির সিম ব্যবহারকারী ৫ লাখ ২৮ হাজার ৩৯৩, বাংলালিংকের সিম ব্যবহারকারী ৪ লাখ ৫৩ হাজার ৯১৩ এবং টেলিটক সিম ব্যবহারকারী ১ লাখ ৬৪ হাজার ৮০৩ জন। মন্ত্রী আরও লিখেন, ওরাতো সবাই ফিরবে। আমরা জানি না, কতটা নিরাপত্তাসহ তারা ফিরবে, কতজন করোনা বহন করে আনবে অথবা কতজন করোনা ঢাকা থেকে বহন করে নিয়ে গেছে।