নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ায় গনঅধিকার পরিষদের আহব্বায়ক তানভীর সদস্য সচিব ওবায়দুল্লাহ।

নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মোঃ- রাশেদ খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩ মাসের জন্য জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলার সন্তান জনাব কাজী রাজীউর রহমান তানভীর কে আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সন্তান জনাব হাসানূর রহমান ওবায়দুল্লাহ কে সদস্য সচিব করা হয়। কমিটিতে স্থান পাওয়া বাকিদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হয়েছে মো:এইচ. এম. হিযবুল্লাহ হেলালী, হাফেজ মাওলানা বায়েজিদ, মো: দুলাল আল মাইজভান্ডারি কাউছার সিকদার, আলী আহমদ, এস কে শফিকুল ইসলাম শুভ, জাকির হোসেন উবাইদুল, মো দেলোয়ার হোসেন, মো আতিক খান, মো এমদাদুল হক ভূইয়া, মো সোহাগ জামিল, মো সোহেল রানা, মো মোস্তাকিম, মো সারোয়ার হাসান আলমগীর, নূর মোহাম্মদ, মোছা: লিমা আক্তার,রাকিবুল ইসলাম, এম এইচ মেহেদী, মো জামাল বেপারী, কামরুল হাসান,জিয়াউর রহমান। এতে
যুগ্ম-সদস্য সচিব হয়েছে,মোহাম্মদ সবুজ খান জয়, শিব্বির আহমেদ ভূইয়া,মাহবুবুর রহমান দিনার, মো আমির হোসেন, মো কামরুল ইসলাম, মো মুমিনুল হাসান তাজ,শরিফুল ইসলাম,মো সাদেক আহমেদ আকাশ, হাকিম আহম্মেদ হৃদয় মো মহিবুর রহমান, মো সারুয়ার মিয়া, মো জুনায়েদ ইসলাম, মো হৃদয় খান, মো ইমতিয়াজ উদ্দিন, শাকিল মিয়া, মনিরুল হক ভূইয়া, মো কামাল হোসেন, মো হানিফ প্রধান, কে এম ফখরুল ইসলাম, মো মনির হোসেন,মো দুলাল মিয়া।এছাড়া কার্যকরি সদস্য হয়েছে, মো শরিফুল ইসলাম (আরিয়া),হাফেজ বিন ইয়ামিন,মো মোবারক হোসেন,মো শরিফ মিয়া, আবুল কালাম,মো ফুল মিয়া, মোঃ মোশতাক আহমেদ, মোঃ আবু বক্কর,হাফেজ কামরুল ইসলাম,মো রকি আহমেদ, মো রায়হান মিয়া।

Back to top button