ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন হয়।
১৫ আগষ্ট সোমবার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, এড. সুজিত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের চিত্র আমাদের সাধারণ জনগণের সামনে তুলে ধরতে হবে এবং বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই এটা বুজাতে সাধারণ ভোটারের দ্বারে দ্বারে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। দ্রব্য মূল্য সহ জালানির মূল্য বৃদ্ধি এটা আন্তর্জাতিক সমস্যা এটাকে ইসূ করে কেউ যেন সরকারের বিরুদ্ধে অপপ্রচার না করতে পারে আমাদের লক্ষ্য রাখতে হবে।
পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।