ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমানের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬/০৭)বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোখলেছুর রহমান জেলার সরাইল উপজেলার তারাখলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সোমবার দুপুর দেড়টা পর্যন্ত তিনি আদালতে ছিলেন। পরে বাসায় গিয়ে ছাদের ময়লা পরিষ্কার করার সময় দোতলার ছাদ থেকে পড়ে মারা যান।

খোঁজ নিয়ে জানা যায়, অ্যাডভোকেট মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির গত নির্বাচনে সহ-সভাপতি পদে জয়লাভ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, অ্যাডভোকেট মোখলেছুর রহমান উনার বাড়ির ছাদে ছেলেকে নিয়ে ময়লা পরিষ্কার করতে গেলে দোতলা ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লাশ দাফনের জন্য সরাইলের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

Back to top button