আন্তর্জাতিক

ভুয়া এয়ার টিকেট দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নীরব।

আন্তর্জাতিক প্রতিনিধিঃ

তাজাকিস্থানে বসে ভুয়া এয়ার টিকেটের প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কাজী নাসির আহমেদ নীরব।

জানা যায়,গাজীপুরের মাওনাতে পাসপোর্ট ঠিকানা হলে সে কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদের কাজী ওহিদ ও নাজমা বেগমের ছেলে সে। পেশায় সে নিজেকে এয়ার টিকেট এজেন্ট পরিচয় দিয়ে তাজাকিস্তানে অবস্থানরত বাংলাদেশীদের প্রতারণার ফাঁদে পেলে ভুয়া এয়ার টিকেট ও ভুয়া ভিসা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এসব কাজ সে তার নেশার টাকা জোগাড় করা সহ অবৈধভাবে নারীদের সাথে মেলামেশা করতে খরচ করে বলে জানায় তার কাছে প্রতারিত হওয়া একাধিক ব্যক্তি।

এবিষয়ে ভুক্তভোগী কাউছার জানান,আমি সরল মনে তাকে বিশ্বাস করে এয়ার টিকেট ও ভিসার জন্য কয়েক লক্ষ টাকা দিয়েছি,সে আমার সাথে তাজাকিস্তানের খোযান্দ শহরে থাকত।কিন্তু বর্তমানে আমি সহ সবার টাকা মেরে পালিয়ে গেছে। আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে, সবাই আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে। আমি এই প্রতারকের সঠিক বিচার চাই।

এসকল বিষয়ে জানতে কাজী নাসির আহমেদ নীরবকে তার কয়েকটি নাম্বারে কল করা হলে তার সবকয়টি নাম্বার বন্ধ পাওয়া যায়।

Back to top button