দেশ সংবাদ

মুরাদনগরে ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুলকে গণসংবর্ধনা প্রদান।

কাউছার আলম, নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামের রাস্তাঘাট ও সামাজিক উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখায় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুলকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার কড়ইবাড়ী গ্রামের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শিমুল বিল্লাল শিমুলকে জনতার বন্ধু স্বর্ণপদক পদে ভূষিত করে আনুষ্ঠানিকভাবে তাকে এই গণসংবর্ধনা প্রদান করা হয়।

কড়ইবাড়ী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ফুল মিয়া ভূঁইয়ার সভাপতিত্বে ও মোঃ শরিফুজ্জামান শরিফের সঞ্চালনায় গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান, মোঃ নাছির উদ্দিন সরকার, ইকবাল হোসেন, মোঃ হাফেজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, আবু বকর সিদ্দিক, মোঃ ফরহাদ জামান, মোঃ সজল মিয়া, মোঃ ইউসুফ, মোঃ জুয়েল সরকার, মোঃ রানা, মোঃ বিপ্লব, রফিকুল ইসলাম, মোঃ আলমগীর। এছাড়াও আকবপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও স্থানীয় আরো বহু গন্যমান্য ব্যাক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন কড়ইবাড়ী গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক নূর মোহাম্মদ ভূঁইয়া।

এসময় কড়ইবাড়ী গ্রামের বাসিন্দারা জানান, নির্বাচিত হবার পর থেকে কড়ইবাড়ী গ্রামের রাস্তাঘাট ও সামাজিক উন্নয়ন মূলক কাজে আবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা বলেন চেয়ারম্যানের ঐক্যান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার পর কড়ইবাড়ী গ্রামের রাস্তাঘাটের এত উন্নয়ন সম্ভব হয়েছে। তাই গ্রামবাসী মিলে ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুলকে জনতার বন্ধু স্বর্ণপদক পদে ভূষিত করে আনুষ্ঠানিকভাবে গণসংবর্ধণা দিয়েছেন বলে জানান তারা।

এসময় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গ্রাম, একটি শহরের যে পরিকল্পনা তা বাস্তবায়নে আমি আকবুপর ইউনিয়নের মধ্যে কড়ইবাড়ী গ্রামের উন্নয়নের মাধ্যমেই আমি তা শুরু করেছি। এসময় কড়ইবাড়ীর গ্রামবাসী তাকে সংবর্ধণার মাধ্যমে সম্মানিত করায় তিনি কড়ইবাড়ী গ্রামের উন্নয়নে আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

সংবর্ধণা অনুষ্ঠানের পূর্বে কড়ইবাড়ী গ্রামের সর্বস্তরের জনগনের অংশগ্রহণে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কড়ইবাড়ী গ্রামের প্রদান প্রদান সড়ক পদক্ষিণ করেন। এসময় স্থানীয় বাসিন্দারা ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুলকে ফুলের মালা ও টাকার মালা পড়িয়ে বরণ করে নেন এবং নেচে গেয়ে আনন্দ, উল্লাস করেন। মিছিলটি রাস্তার দুপাশে অবস্থানরত উৎসুক জনতার বেশ নজর কাড়ে।

Back to top button