Uncategorized

রাজাপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর অপপ্রচারের বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে তালাক প্রাপ্ত স্ত্রীর অভিযোগের বিরুদ্ধে প্রাক্তন স্বামী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১২ দিকে রাজাপুর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে উপজেলার বামনকাঠি এলাকার মৃত. শহিদুল্লা এর ছেলে মো. আহাদ হোসেন মিরাজ (স্বামী) তার লিখিত বক্তব্যে বলেন, আমার অবাধ্য থাকা ও অন্য পুরুষের সাথে অনৈতিক কাজের প্রমান পাওয়ায় খুলনা সিটি কর্পোরেশন এলাকার ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সারফারাজ সিকদারের মেয়ে সাদিয়া আক্তারকে গত মাসের ১৬ তারিখে বরিশালের সৈয়দ আবুল খায়ের এমডি শফিউল্লাহ এর নোটারী পাবলিক কার্যালয়ে কর্তৃক এফিডেভিট মারফর তালাক সম্পাদন করে ১৭ তারিখে ডাকযোগে তালাকের নোটিশ স্থায়ী ঠিকানা বরাবর প্রেরন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, তালাকের নোটিশ পেয়ে ১৪ ডিসেম্বর তালাক প্রাপ্ত স্ত্রী সাদিয়া কর্তৃক একই স্থানে সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার পরিবারের সম্মানহানীর চেষ্টা মাত্র। এছাড়াও ঐ নারীর মিডিয়ার সামনে উপস্থাপিত বিয়ে সংক্রান্ত কাগজপত্র সঠিক নয়। প্রকৃত পক্ষে অসৎ দুশ্চরিত্রা দুষ্টপ্রকৃতির এই নারীকে নিয়ে দীর্ঘ ২ বছর যাবত শত চেষ্টা করেও আমি তাকে সাংসারিক করে গড়ে তুলতে পারিনি। বাধ্য হয়ে আমাকে এই আত্মঘাতী এই তালাকের সিদ্ধান্ত নিতে হয়। এছাড়াও পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত আমার বড় বোন উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়ন চেয়ারম্যান বিউটি সিকদারের সম্মানহানীর জন্য তার রাজনৈতিক প্রতিপক্ষরা চক্রান্ত করে ঐ নারীকে মিডিয়ার সামনে এনে এহেন অপপ্রচার করেছে বলে সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন।

Back to top button