দেশ সংবাদ

রাজাপুরে শুক্তাগড় ইউপির প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন মনির

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ মনিরুজ্জামান মনির৷ আজ বুধবার (১৪ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতি ও তাদের মতামতের ভিত্তিতে তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় ৷ মনিরুজ্জামান মনির গত ২১ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুক্তাগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে তৃতীয় বারের মত বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ৷ মনিরুজ্জামান মনির দীর্ঘ দিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত ৷ অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নবনির্বাচিত ইউপি সদস্য আবুল বাশার বাবুল তালুকদার, সাবেক প্যানেল চেয়ারম্যান ও দুই বারের নির্বাচিত ইউপি সদস্য সাইফুল ইসলাম লালু সহ নবনির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ৷
মনিরুজ্জামান মনির বলেন, আমাকে শুক্তাগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় ১৪ দলের মুখপাত্র ও প্রধান সমন্নয়ক, সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শুক্তাগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷

Back to top button