দেশ সংবাদ

রাজাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঐতিহ্যবাহী “রাজাপুর প্রেসক্লাব” এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার(৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ক্লাবের সহ সাধারণ সম্পাদক আবু সায়েম আকনের সঞ্চালনায় ও ক্লাব সভাপতি মোঃ মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় প্রেসক্লাবের বিগত ২ বছরের সকল কার্যক্রম তুলে ধরা হয়।
এছাড়াও প্রেসক্লাব নির্বাচন, তফসিল ঘোষণা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য প্রদান করেন প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা আবদুল বারেক ফরাজি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান, খলিলুর রহমান, আরিফুর রহমান রনি, সাইফুল ইসলাম মৃধা, গোপাল কর্মকার, রেজাউল ইসলাম পলাশ ফরাজি, সাইদুল ইসলাম ফরাজি প্রমূখ।
এদিকে খুব শীঘ্রই রাজাপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সভায় জানান ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান ৷

Back to top button