রিপোর্টাস প্রেসক্লাব নবীনগরের আত্মপ্রকাশ।

মোঃ বাবুল,নিজস্ব প্রতিবেদকঃব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ২১ সদস্য বিশিষ্ট রিপোর্টাস প্রেসক্লাব নবীনগরের আত্মপ্রকাশ হয়েছে।
২৯ সেপ্টেম্বর(শুক্রবার) উপজেলার পৌর এলাকার নবীনগর বাজারে মনুবাবুর ঘাটলা সংলগ্ন ছাদির ম্যানশনের ২য় তলায় গঠনমূলক আলোচনা শেষে দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি ইফতেখার খান মামুন কে সভাপতি ও দৈনিক আজকের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি সৈয়দ রুহুল আমিন চিশতি কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়।এতে সহ-সভাপতি হলেন, দৈনিক আলোকিত আমার দেশের এম নূরুল আলম সরকার, দৈনিক অগ্রযাত্রার শিব শংকর চক্রবর্তী, ফটো সংবাদকর্মী আবুল বাসার বাদল,খবর টিভি নবীনগরের মজিবুর রহমান শামীম,দৈনিক অগ্নিশিখার আরিফুল ইসলাম রাজিব,দৈনিক জাতীয় অর্থনীতির মাসুম মির্জা,দৈনিক স্বাধীন বাংলার গোলাম মোস্তফা, দৈনিক হক ইনসাফের সৈকত শাহরিয়ার লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক তিতাস টিভির লিটন মেম্বার,তালাশ প্রতিদিনের মোঃ আল আমিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলার সময়ের ইঞ্জিনিয়ার এটি এম হাবিবুল্লাহ,মানবাধিকার কর্মী রোজিনা আক্তার,দপ্তর সম্পাদক ফটো সংবাদকর্মী রিজন দাস রিংকু, মহিলা বিষয়ক সম্পাদিকা মানবাধিকার কর্মী মরিয়ম আক্তার,কোষাধ্যক্ষ দৈনিক এই বাংলার মোঃ ফরিদ, প্রচার সম্পাদক সংবাদ টিভি নবীনগরের মোঃ রুহেল,কার্যনির্বাহী সদস্য ফটো সংবাদকর্মী মোঃ জসিম,ফটো সংবাদকর্মী মোঃ ইমরান আহমেদ, ফটো সংবাদকর্মী মোঃ জামাল।
এসময় উপস্থিত সকলে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের নিকট সহযোগিতা কামনা করে।