সংবাদ প্রকাশিত হওয়ায় বন্ধ হল সরকারি খাল ও নদী দখল করে স্থাপনা নির্মাণের কাজ।

মোঃ বাবুল,নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পৌর এলাকার ৭ নং ওয়াড নারায়নপুর কোনাঘাট মোড়ে সরকারি ১ নং খাস খতিয়ানের বি এস ৪৫৭১ ও ৪৫৭৩ দাগের বুড়ি নদী ও খালের জায়গা দখল করে দুই ভাই স্থায়ী স্থাপনা নির্মাণ করায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক দেশ পত্রিকায় ১২ জুন সোমবার “সরকারি খাল ও নদী দখল করে স্থাপনা নির্মাণ সহ ভাড়া দিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুই সহোদর ভাই ” ও প্রথম সারির জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকায়” সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ” শিরোনামে প্রকাশিত হওয়ার সংবাদটি নবীনগর সহকারী কমিশনার ভূমির নজরে এলে তিনি সরজমিনে সদর ভূমি অফিসের অফিস সহায়ক মিজানুর রহমান কে পাঠিয়ে বন্ধ করে দেয় সকল চলমান কাজ ।
এসময় ঐ ভূমি অফিসের অফিস সহায়ক ঘটনাস্থলে দুই ভাই আবুল কাশেম ও শাহ আলমের ভাড়াটিয়া বালু ব্যবসায়ি মলিন্দ্র দেবনাথ কে তার ভাড়া নেয়া নদীর জায়গায় বড় কার্গো জাহাজ থেকে বালু আনলোড করতে দেখতে পায়।পরে চলমান বালু আনলোড করা বন্ধ করে দেয়া সহ সরকারি জায়গায় থাকা তার সকল ইট- বালু আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্যত্রে সরিয়ে নেয়া নির্দেশনা প্রদান করে। এবং তারই পাশে নদী দখল করে পৌরসভার সরকারি টয়লেটের নির্মাণ কাজ চলমান দেখতে পেয়ে তা বন্ধ করে দিয়ে কাজ না করার নির্দেশনা প্রদান করেন।
এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান জানান,প্রকাশিত সংবাদটি তার দৃষ্টিগোচর হলে পৌর সদরের সদর ভূমি নায়েব সহ আরেকটি উচ্ছেদ অভিযানে থাকায় সদর ভূমি অফিসের অফিস সহায়ক মিজান কে পাঠিয়ে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেয়। এবং পূনরায় কাজ করার চেষ্টা করলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার হবে বলে কঠোর নির্দেশনা প্রদান করেন।