Uncategorized
সনি আক্তার সুচির সালাম নিন, ফুটবল মার্কায় ভোট দিন।


নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ১৭ অক্টোবর ২০২২ইং অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বাঞ্ছারামপুর, নবীনগর ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত ৩নং ওয়ার্ডের প্রার্থী সনি আক্তার (সুচি) কে ফুটবল মার্কায় মুল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ করে দিতে ভোট চাইলেন সকল ভোটারের নিকট। উল্লেখ্য যে, সনি আক্তার সুচি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সুযোগ্য সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক। তার বাবার বাড়ি নবীনগর উপজেলার বাড্ডা (জল্লীকান্দি) গ্রামে, আর স্বামীর বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে। তার শশুর ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি পূর্ব ইউনিয়ন পরিষদের ৪বার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্তমানে তার বাসুর শফিকুল ইসলাম স্বপন দরিকান্দি ইউনিয়ন পরিষদের টানা তিনবার নির্বাচিত চেয়ারম্যান।