Uncategorized
সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকিদাতা সেই ইউএনওকে শোকজ


নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেওয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমকে শোকজ করেছেন জেলা প্রশাসক। একইসঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসক বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোনো দ্বায়িত্বশীল পদে থেকে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া সঠিক হয়নি। কেন তিনি এমন বক্তব্য দিলেন এবং পরে সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করলেন সেজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।