সাংবাদিকদের মামলার হুমকি দিলেন সাতমোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনাম।


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সাতমোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মুন্সির বিরুদ্ধে একজন ভুক্তভোগীর ধারাবাহিক অভিযোগের ভিত্তিতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সরজমিনে তথ্য চিত্র ধারন করতে গেলে মুঠোফোনে গণমাধ্যম কর্মীদের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি প্রদান করেন তিনি।
তথ্য সূত্রে জানা যায়,সাতমোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মুন্সি এলাকায় জমি বিক্রি করে টাকা নেয়ার পর দলিল করে না দিয়ে উল্টো জমির ক্রেতার নামে একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাদী করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে ।এবিষয়ে খবর পেয়ে সোমবার ২২/০২/২২ ইং তারিখে স্থানীয় ৪/৫ জন গণমাধ্যম কর্মী সরজমিনে ঘটনার সত্যতা যাচাই করতে চূওড়িয়া গ্রামে যায়। এসময় তারা ভুক্তভোগীর ভিডিও বক্তব্য সহ প্রত্যাক্ষদর্শীদের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা শেষে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা গেইটের সামনে এসে পৌঁছা মাত্র +8801867819116 এই নাম্বার থেকে নবীনগর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সফর আলীর মোবাইল নাম্বারে ফোন আসে,তিনি ফোন রিসিভ করার সাথে সাথে মুঠোফোনে চূওড়িয়ার এনাম চেয়ারম্যান পরিচয় দিয়ে বলেন,আমাকে চিনেন আমি চূওড়িয়ার এনাম চেয়ারম্যান, পাগল ছাগল ডাকল দিলেই চলে আসেন সংবাদ সংগ্রহ করতে,আপনারা জানেন আমি কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ক খ ম হযরত আলীর নামে মামলা করেছি,আপনারাও ভুলে যাবেন না। এপাশ থেকে সাংবাদিক সফর আলী বারবার পেশাগত দায়িত্বের কথা বুজানোর চেষ্টা করলেও তিনি তার উল্টা-পাল্টা বক্তব্য দিয়েতেই থাকেন। পরিশেষে সাংবাদিক সফর আলী নবীনগর থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুলের সাথে কথা বলার জন্য মুঠোফোন দেয়ার পর একই কায়দায় জানান, আপনারা আগে সংবাদ লিখেন তারপর বক্তব্য দিব।
সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে মুঠোফোনে হুমকির বিষয় কি কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এসম্পর্কে সাংবাদিক সফর মিয়া কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমরা সকল সাংবাদিক বসে আইনগত সহযোগিতার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।