হোটেলবন্দি মুস্তাফিজের ঈদ শুভেচ্ছায় করোনার বিধিনিষেধ


টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ভারত থেকে দেশে ফিরেছেন এক সপ্তাহ হয়েছে। তবে বাড়ি ফেরা হয়নি তার। সরকারি বিধিনিষেধের কারণে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেই দিন পার করছেন তিনি। অবশ্য সঙ্গে স্ত্রী থাকায় হয়তো একাকিত্ব কিছুটা হলেও কেটেছে তার। তবে দীর্ঘ সময় পরিবারের বাইরে থাকা এই পেসার হোটেলে থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে সোনারগাঁও হোটেল থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এ সময় একটি ছবি ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। সবাই নিরাপদ থাকুন, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন।’
মাঝ পথে এসে আইপিএল স্থগিত হওয়ায় গত ৬ এপ্রিল চার্টার্ড বিমানে ঢাকায় ফেরেন মুস্তাফিজ। তার সঙ্গে তার স্ত্রী ও সাকিব আল হাসান দেশে ফেরেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আগে দেশে ফিরে কোয়ারেন্টিনে রয়েছেন তারা। ইতোমধ্যে তাদের দু’বার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে কবে নাগাদ অনুশীলনে যোগ দিতে পারবেন তার নিশ্চয়তা নেই। ধারণা করা হচ্ছে ঈদের পরই যোগ দিবেন তারা। তা না হলে আগামী ২০ তারিখে যোগ দিতে পারবেন দু’জন।