নবীনগর

৭২ বছর বয়সী ৫৫ বছরের সংবাদপত্রের এজেন্ট লোকমান হেকিম চৌধুরী পেল গুনিজন সম্মাননা।

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সাপ্তাহিক নবীনগর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে গুনীজন সংবর্ধনা পেলেন ৭২ বছর বয়সী ৫৫ বছরের সংবাদপত্রের এজেন্ট লোকমান হেকিম চৌধুরী।

উপজেলার কনিকাড়া চৌধুরী বাড়ির তৎকালীন জমিদার মৃত ছাদ উদ্দিন চৌধুরীর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবচেয়ে ছোট লোকমান হেমিক চৌধুরী।সে ১৯৬৮ সালে তার একই গ্রামের ডাক্তার সিরাজুল ইসলামের অনুপ্রেরণায় বর্তমান নবীনগর থানা গেইটের সামনে একটি পত্রিকা বিক্রির স্টল খুলে।পরবর্তীতে ১৯৮০ সালে তা স্থানান্তরিত করে তিতাস নদীর পাড়ে লঞ্চঘাটের সামনে নিয়ে যায়,অদ্য পর্যন্ত ঐখানে একটি টিনের টং দোকানে সুনামের সহিত একাজ করে যাচ্ছে।এযাবতকালে তিনি রিপোর্টার ক্লাব,কালের কন্ঠ,শিল্পাঙ্গন থেকে সম্মাননা পেয়েছেন। ২ জুন শুক্রবার রাতে উপজেলার পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত আব্বাস উদ্দিন হেলাল এর সম্পাদনায় নবীনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক নবীনগর পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে ১৩ টি ক্যাটাগরিতে ২৯ জন গুনিজনকে সম্মাননা প্রদান করা হয়।এসময় সংবাদপত্রের পাঠক সৃষ্টিতে লোকমান হেকিম চৌধুরী কে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, ডা: ফুল মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান। সম্মাননা ক্রেষ্ট হাতে পেয়ে প্রদানকারী প্রতিষ্ঠান সাপ্তাহিক নবীনগরের সকল কলা কৌশলীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Back to top button